উত্তরদিনাজপুর

জীবদ্দশাতেই পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করল পিতা ও পুত্র

জীবদ্দশাতেই পরলৌকিক ক্রিয়া সারলেন পিতা ও পুত্র। যদিও এমন ঘটনা কথাও দেখা যায় না বল্লেই চলে। হ্যাঁ এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার রায় পরিবার ও এলাকাবাসি। এদিন নিয়ম অনুসারে যথারিতি পুরোহিত দিয়ে ষোড়শ দান করে নিজেরাই নিজেদের আদ্য শ্রাদ্ধ সম্পন্ন করলেন পিতা নিমাই রায় ও ছেলে দেবাশিস রায়। শুধু শ্রাদ্ধ শান্তিই নয়, ব্রাহ্মণ ভোজন সহ প্রায় ৫০ জন অতিথি আপ্যায়ন করলেন এই রায় পরিবারের অবশিষ্ট দুই সদস্য। এমন ঘটনা জীবিত অবস্থায় করলেন বা কেন ? প্রশ্ন উঠেছে সাধারন মানুষের মনে। কারন এই পরিবারে বর্তমানে দু-জনই জীবিত রয়েছেন। পিতার মৃত্যুর পর আদ্য শ্রাদ্ধ করবে ছেলে, কিন্ত ছেলের মৃত্যুর পর আদ্য শ্রাদ্ধ করার কেউ আর নেই। কারন নিমাই রায়ের এক মাত্র ছেলে হচ্ছে দেবাশিস রায়। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাই তারা পিতা ও পুত্র পরলোকে মুক্তি পেতেই জীবদ্দশাতেই দু-জনেই পারলৌকিক ক্রিয়া সেরে ফেললেন নিয়ম মেনেই।

    এই জীবদ্দশাতেই পরলৌকিক ক্রিয়া সম্পন্নের বিষয়ে দেবাশিষ রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, শাস্ত্র মতে যা করনীয় তাই তারা করছেন। তবে সেটা ঠিক না বেঠিক তা শাস্ত্র যারা জানে তারাই বলতে পারবে।

    এদিকে এই শ্রাদ্ধ সম্পর্কে বলতে গিয়ে পুরোহিত বিশ্বেশ্বর চক্রবর্তী বলেন, শাস্ত্রে যা লেখা আছে তাই মেনে তিনি এদিন এই কাজ সম্পন্ন করছেন। তবে শাস্ত্রে যা আছে সেটাই করা হবে, যা নেই তা তিনি কখনো করবেন বলে জানিয়ে দেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/4guQ35ZDncg